একই মামলায় এর আগে দিলীপ আগারওয়ালাকে তিন দিন রিমান্ডে পেয়েছিল বাড্ডা থানা পুলিশ।
Published : 02 Oct 2024, 04:12 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিএনপিকর্মী হৃদয় আহম্মেদ হত্যা মামলায় দ্বিতীয় দফায় ছয় দিন জিজ্ঞাসাবাদ শেষে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে কারাগারে পাঠানো হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর থেকে এ মামলায় তিনি দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ডে ছিলেন।
রিমান্ড শেষে বুধবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে রিমান্ড ফেরত প্রতিবেদন জমা দিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের পরিদর্শক মো. নুরুল ইসলাম খান।
শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলাম।
একই মামলায় এর আগে ৪ সেপ্টেম্বর থেকে দিলীপ আগারওয়ালাকে তিন দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করেন মামলার প্রথম তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মো. সাদেক।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাজার হাজার আন্দোলনকারীর সঙ্গে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে অংশ নেন ১৬ বছরের কিশোর হৃদয়। ওই সময় আন্দোলনকারীদের উপর গুলি চালানো হলে মাথায় ও পিঠে গুলিবিদ্ধ হয়ে মারা যান হৃদয়।