ফাঁস হওয়া প্রশ্ন পেয়ে কেউ সরকারি চাকরিতে ঢুকলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যাবে, সেই প্রশ্নে পিএসসি চেয়ারম্যান সোহরাব বলেন, "এটা খুব কঠিন প্রশ্ন।”
Published : 09 Jul 2024, 04:48 PM
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেছেন, যেসব নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে, সেগুলো বাতিল হবে কিনা তা নির্ভর করছে তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর।
বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে সিআইডি ১৭ জনকে গ্রেপ্তারের পর মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পিএসসি চেয়ারম্যান।
অভিযোগবিদ্ধ পরীক্ষাগুলো বাতিল করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “গত শুক্রবারের রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ পেলে সেটি বাতিল করা হবে।
“রেলওয়ের পরীক্ষা ছাড়া যেসব পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে, সেগুলো প্রমাণিত হলেও আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।"
একটি চক্র প্রায় এক যুগ ধরে পিএসসির অধীনে বিসিএসসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত বলে রোববার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে। সেখান ওই চক্রের ছয়জনের ছবি প্রকাশ করা হয়।
এদের মধ্যে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার পরিবারের বিলাসবহুল জীবনযাপনের বিভিন্ন ছবি ফেইসবুকে ঘুরতে থাকে।
এরপর ওই চক্রের সদস্যদের ধরতে অভিযানে নামে সিআইডি। আবেদ আলী, তার ছেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়ামসহ মোট ১৭ জনকে ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এই ১৭ জনের নাম উল্লেখ করে এবং আরো সাত থেকে আট জনকে আসামি করে পল্টন থানায় একটি মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। তারাই এ মামলার তদন্ত করবে।
আর পিএসসি প্রশ্নফাঁস নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয় পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করার জন্যে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে। পিএসসির যুগ্মসচিব আব্দুল আলীম খানকে আহ্বায়ক এবং পরিচালক মোহাম্মদ আজিজুল হককে সদস্য সচিব করে গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে আছেন পিএসসির পরিচালক দিলাওয়েজ দুরদানা।
ফাঁস হওয়া প্রশ্ন পেয়ে কেউ সরকারি চাকরিতে ঢুকলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যাবে, সেই প্রশ্নে পিএসসি চেয়ারম্যান সোহরাব বলেন, "এটা খুব কঠিন প্রশ্ন। এই মুহূর্তে আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ না করে বা কোনো বিধি-বিধান না দেখে এর উত্তর দেওয়া সম্ভব না।
“সামগ্রিক দিক বিবেচনা না করে ১২ বছর আগে যিনি চাকরি পেয়েছেন, তার বিরুদ্ধে যদি কোনো কিছু আসে; সেটা আইন আদালতের পরামর্শ ছাড়া কারো পক্ষে বলা সম্ভব না।"
পিএসসি চেয়ারম্যানের দাবি, যে প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে প্রশ্নপত্র পাঠানো হয়, সেখানে তা ফাঁস করার সুযোগ ‘খুব কম’।
পিএসসির গাড়িচালক আবেদ আলীর বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, "এ কার্যক্রমের সাথে যেহেতু অনেকেই জড়িত থাকেন, তাই শতভাগ নিশ্চিতভাবেও বলা যায় না। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।"
পিএসসি চেযারম্যান বলেন, কোনো অসৎ কাজে সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধেও যেন ব্যবস্থা নেওয়া হয়।
"সিআইডি যে মুহূর্তে গ্রেপ্তার দেখাবে, তখনই পিএসসির যারা আছে তারা সাসপেন্ড হবে।"