“কয়েকজন আইনজীবী আছেন, ভালো মামলা আছে; কয়েকজন আছেন তিন বছরেও একটা মামলা করেননি।”
Published : 09 Oct 2024, 09:27 PM
নীতিমালা তৈরির আগে হাই কোর্টে বিচারপতি নিয়োগ দেওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন।
হাই কোর্ট বিভাগে ২৩ জন বিচারপতি নিয়োগ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
খোকন বলেন, “আগে অর্ডিন্যান্স করতে হতো, তারপর বিচারপতি নিয়োগ করতে হতো। এখন অর্ডিন্যান্স ছাড়া, নীতিমালা করা ছাড়া বিচারপতি নিয়োগ করা হলো।
“এটা তো আগের মতো হয়ে গেল। আগেও এভাবে চলেছে। যার যার পছন্দের লোককে নিয়োগ দিয়েছে। এটা বোধ হয় ভালো হয়নি।”
তিনি আরও বলেন, “আমি শপথে গিয়েছিলাম; অনেকেই অপরিচিত। কয়েকজন ছাড়া অধিকাংশের সঙ্গে পরিচিত নই। বেশ কয়েকজন রিটায়ার্ড জাজ আছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী আছেন। কয়েকজন আইনজীবী আছেন, ভালো মামলা আছে; কয়েকজন আছেন তিন বছরেও একটা মামলা করেননি।”
মঙ্গলবার হাই কোর্ট বিভাগে ২৩ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ পেয়েছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বুধবার তাদের শপথবাক্য পাঠ করিয়েছেন।
নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন- গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন, শিকদার মাহমুদুর রাজী, দেবাশীষ রায় চৌধুরী।