মাধ্যমিকে ভর্তি এবারও লটারিতে, অনলাইনে আবেদন শুরু

৬ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে, ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে ডিজিটাল লটারির মাধ্যমে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2022, 06:10 AM
Updated : 16 Nov 2022, 06:10 AM

সারা দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলার সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন শুরু হয়েছে। 

বুধবার সকাল ১১টা থেকে অনলাইনে ভর্তির আবেদন করা যাচ্ছে। ৬ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে। 

আবেদন প্রক্রিয়া শেষে এবারও ভর্তির জন্য ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। 

সরকারি স্কুলে ভর্তির লটারি হবে ১০ ডিসেম্বর। আর বেসরকারি স্কুলের লটারি ১৩ ডিসেম্বর। ভর্তির যাবতীয় কাজ শেষ করা হবে ২৮ ডিসেম্বরের মধ্যে।  

করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০ সাল থেকে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হচ্ছে। 

তার আগে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হত। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নবম শ্রেণিতে ভর্তি করা হত। 

গত সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবার স্কুল থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না, অন্য কোনো পরীক্ষাও নেওয়া হবে না। 

সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে হবে টেলিটকের ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd) গিয়ে।

শিক্ষার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর একটি ইউজার আইডি পাবে। সেই আইডি ব্যবহার করে ১১০ টাকা আবেদন ফি টেলিটক প্রি-পেইড নম্বর থেকে জমা দিতে হবে। 

৬ ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে যেসব শিক্ষার্থী আবেদন করে ইউজার আইডি পাবে, তারা ওইদিন রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবে। 

ভর্তিচ্ছুরা আবেদনের সময় সর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দ করে দিতে পারবে। প্রথম শ্রেণিতে ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর বয়স ৬ বা তার বেশি হতে হবে। 

কোটা থাকায় শিক্ষক-কর্মচারীদের সন্তানরা অনলাইনে আবেদন ছাড়াই অভিভাবকের বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে।