এর আগে তাদের কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়।
Published : 17 Feb 2025, 12:18 PM
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের দুই শরিক নেতা হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক।
এদিন তাদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ঢাকার মিরপুরে গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
ক্ষমতার পালাবদলের পর গত ২২ অগাস্ট বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গুলশান থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২৬ অগাস্ট উত্তরা থেকে গ্রেপ্তার হন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। গ্রেপ্তারের পর তাদের দুজনকেই কয়েক দফা রিমান্ডে নিয়েছে পুলিশ।