ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন।
Published : 27 Jan 2025, 08:55 PM
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে গ্রেগরীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানুয়ারির ২৭ তারিখ সোমবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন। তিনি সেখানে লিখেছেন ‘বেস্ট উইশেস ফর দ্য নিউ ইয়ার’।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ অগাস্ট বাংলাদেশে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা, যিনি ভারতের মোদী সরকারের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠেছিলেন।
ক্ষমতার পালাবদলের পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে চলছে টানাপড়েন। বিভিন্ন ঘটনায় দুই দেশের ক্ষমতাসীনদের প্রতিক্রিয়া দুদেশের সম্পর্কে উত্তেজনাও ছড়িয়েছে। তবে ইউনূস ও মোদী রাষ্ট্রাচার অনুযায়ী শুভেচ্ছা বিনিময়ের ধারা অক্ষুণ্ন রেখেছেন।
গতবছর ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর এক্স পোস্টে শুভেচ্ছা জানান মোদী। খুব দ্রুতই ‘স্বাভাবিকতা ফিরবে’ বলে তিনি সেখানে আশা প্রকাশ করেছিলেন।
পরে ১৬ অগাস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন ইউনূস। বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘুর পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের বিষয় তিনি আশ্বাস দেন।