গত ৬ অগাস্ট কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২০৯ বন্দি পালিয়ে যাওয়ার তথ্য পাওয়া যায়, যাদের বেশিরভাগই এখনও ধরা পড়েননি।
Published : 02 Sep 2024, 05:35 PM
আওয়ামী লীগ সরকারের পতনের পর নৈরাজ্যের মধ্যে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে ২৭ দিন পর গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
তার নাম এমদাদুল হক যাকে ‘গন্ডার’ বলেও ডাকা হয়; ২০১৩ সালের একটি হত্যার ঘটনায় ২০২২ সালে তার প্রাণদণ্ডের আদেশ আসে বিচারিক আদালত থেকে।
সোমবার রাজধানীর বংশাল থেকে তাকে ধরার কথা জানিয়েছে র্যাব। বাহিনীটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছিলেন এমদাদুল।
গত ৫ অগাস্ট তুমুল গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর নৈরাজ্যের মধ্যে দেশের বিভিন্ন কারাগারে হামলা হয়, কারাগারের ভেতরেও বন্দিরা কারারক্ষীদের ওপর হামলা করে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সে সময় কারারক্ষীদের সঙ্গে গোলাগুলি করে বন্দিরা। ৬ অগাস্ট দেয়াল টপকে ২০৯ বন্দি পালিয়ে যাওয়ার তথ্য পাওয়া যায়, যাদের বেশিরভাগই এখনও ধরা পড়েননি।
পালানোর সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে ছয়জন নিহত হওয়ার তথ্যও জানায় কর্তৃপক্ষ।
২০১৩ সালের ১৭ জুলাই রাজধানীর মিরপুরের মধ্য মনিপুর এলাকায় খুন হন স্টেশনারি দোকানি কাজী জহুরুল ইসলাম বাবু। তাকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠে এমদাদুল, তার অপর দুই ভাই ও আরও কয়েকজনের বিরুদ্ধে।
২০২২ সালের ৩০ মে ঢাকার বিশেষ জজ আদালত এমদাদুলকে মৃত্যুদণ্ড ও তার দুই ভাইসহ অপর তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
বিচারিক আদালতের মৃত্যুদণ্ডের আদেশ উচ্চ আদালতে অনুমোদনের ডেথ রেফারেন্স শুনানি এখনও শেষ হয়নি।
কাশিমপুর কারাগার থেকে ২০৯ বন্দির পলায়ন, গুলিতে নিহত ৬
কাশিমপুর কারাগার: বন্দিদের বিক্ষোভ, গুলিবর্ষণের অভিযোগ
ব্লগার রাজীব হত্যায় দণ্ডিত আনসারুল্লাহ প্রধান মুফতি জসীম জামিনে মুক্ত