“আমরা এখনও অবরুদ্ধ আছি। তারা আমার পদত্যাগ চেয়েছে, আমি বলেছি; ঠিক আছে, যদি আমি পদত্যাগ করলে তুমি অটোপাস পাও, তাইলে আমি পদত্যাগ করব,” বলেন তিনি।
Published : 20 Oct 2024, 10:07 PM
এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে শিক্ষার্থীদের একটি অংশের বিক্ষোভ ঘিরে ঢাকা শিক্ষা বোর্ডে দিনভর তুলকালামের মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তিনি।
এবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করা তপন কুমার বলেন, “আমরা এখনও অবরুদ্ধ আছি। তারা আমার পদত্যাগ চেয়েছে, আমি বলেছি; ঠিক আছে, যদি আমি পদত্যাগ করলে তুমি অটোপাস পাও, তাইলে আমি পদত্যাগ করব। দেখ তোমরা মন্ত্রণালয় থেকে অটো পাস আনতে পার কি না। আমাদের কিছু করার নাই।”
রোববার দুপুরে পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে এইচএসসি পরীক্ষা দেওয়া একদল শিক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে। তারা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। রাত সাড়ে ৯টার দিকেও বোর্ডের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন।
অবরুদ্ধ অবস্থায় থেকে রাত সাড়ে ৯টার দিকে চেয়ারম্যান তপন কুমার পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন।
এদিন দুপুরে ‘এইচএসসি ব্যাচ-২০২৪’ এর ব্যানারে একদল শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে বোর্ডে যান। তাদের ব্যানারে লেখা ছিল ‘বৈষম্যহীন রেজাল্ট চাই’।
আন্দোলনকারীরা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে তারা দেখা করতে চাইলে গেইটে তাদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে শিক্ষার্থীরা গেট ভেঙে বোর্ডের ভেতরে প্রবেশ করে।
বোর্ড চেয়ারম্যানের কার্যালয়ে গেলে শিক্ষার্থীদের কয়েকজনের ওপর হামলা করা হয় বলে অভিযোগ আন্দোলনকারীদের। পরে তারা বোর্ড প্রাঙ্গণেই বিক্ষোভে ফেটে পড়েন।
পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়ন করা না হলে এই আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারীরা।
এর আগে সন্ধ্যা ৬টায় বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন ছাত্রদের ওপর হামলার বিষয়ে বলেছিলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরাই তার কক্ষে প্রবেশের চেষ্টা করেছে এবং ভাংচুর করেছে।
“কিছু ছেলেমেয়ে অটোপাসের দাবিতে এসে আমাদের অবরুদ্ধ করে রেখেছে, এখনও আমরা অফিসে অবরুদ্ধ হয়ে আছি।”
তিনি বলেন, “যারা আন্দোলন করছে, তারা অকৃতকার্য হয়েছে। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যেসব সাবজেক্টে পরীক্ষা হয়েছে- তার উপর ভিত্তি করে মূল্যায়ন করে ফলাফল দিয়েছি।
“এখন তারা সেটি মানবে না। তারা চাচ্ছে সবগুলো সাবজেক্ট ম্যাপিং করে নতুন করে ফলাফল দিতে। এটা কীভাবে সম্ভব?”
২০২২ সালের মে মাসে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পান তপন কুমার । পদার্থবিদ্যার এই অধ্যাপক এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।
ফল পুনর্মূল্যায়ন: ঢাকা বোর্ডে তুলকালাম, কর্মকর্তারা অবরুদ্ধ