“সিসি ক্যামেরার ফুটেছে বোমা ছুড়ে দুজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে”, বলছে পুলিশ।
Published : 08 Mar 2025, 01:26 AM
কবি ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহারের 'শস্য প্রবর্তনার’ মোহাম্মদপুর শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারার তথ্য দিয়েছে পুলিশ।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ঘটে। তারাবির নামাজের সময় সেখানে পেট্রোল বোমা ছুড়ে দুই যুবক দৌঁড়ে পালিয়ে যায়।
“সিসি ক্যামেরার ফুটেছে তাদের বোমা ছুড়ে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। ঘটনাস্থল থেকে সুতলি দিয়ে প্যাঁচানো দুটি বোতল উদ্ধার করা হয়েছে, যেগুলোতে পেট্রোল ভরা ছিল।”
পুলিশের এই কর্মকর্তা বলেন, বোতল দুটি ছুড়ে মারলেও কোনো ক্ষয় হয়নি। বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে।
বিগত শতাব্দির নব্বইয়ের দশকে 'নয়া কৃষি আন্দোলনের’ মাধ্যমে নতুন কৃষি বিপ্লবের ডাক দেন ফরহাদ মজহার।
তারই একটি উদ্যোগ হচ্ছে শস্য প্রবর্তনা। শস্য প্রবর্তনায় লালচাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের অর্গানিক খাদ্যবস্তু পাওয়া যায়।
ঢাকা শহরে তাদের অনেক শাখা রয়েছে। মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের আউটলেটটিতে ছোট আকারের একটি খাবারের দোকানও রয়েছে।