“বাংলাদেশে ৫০ শতাংশের বেশি মেয়ে বাল্যবিয়ের শিকার হয়, যা এশিয়ায় সর্বোচ্চ।”
Published : 08 Mar 2025, 08:19 PM
দেশের কিশোরী মেয়েরা সঠিক বিনিয়োগের অভাবেও সমবয়সি ছেলেদের চেয়ে পিছিয়ে পড়ছে বলে মনে করে তিন সংস্থা- ইউনিসেফ, ইউএন উইমেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার এক প্রতিবেদনে তারা বলেছে, নারীদের ওপর বিনিয়োগের সুফল কেবল ব্যক্তিগত বা পারিবারিক পর্যায়ে সীমাবদ্ধ ছিল না, তা কমিউনিটি ও একটি দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ব্যাপক ভূমিকা রেখেছে।
প্রতিবেদনে মেয়েদের অধিকার, উদ্দেশ্য, অর্জন ও বাস্তবতা সম্পর্কে তুলে ধরা হয়।
কিশোরী মেয়েদের ওপর বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিবেদনে বলা হয়, “মেয়েদের অনেক ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। শিক্ষায় বিনিয়োগের সুফল এসেছে, মেয়েদের স্বাস্থ্য সেবা পাওয়ার ক্ষেত্রেও উন্নতি হয়েছে।”
বিশ্বের সার্বিক পরিস্থিতি তুলে ধরে সংস্থা তিনটি বলছে, “এখন মেয়েরা আগের তুলনায় তেমন একটা বাল্যবিয়ের শিকার হয় না। কিন্তু বাংলাদেশের মত বিভিন্ন দেশ এখনো এ ক্ষেত্রে বেশ পিছিয়ে।
“বাংলাদেশে ৫০ শতাংশের বেশি মেয়ে বাল্যবিয়ের শিকার হচ্ছে, যা এশিয়ায় সর্বোচ্চ।”
প্রতিবেদনে বলা হয়, “মেয়েদের পেছনে বিনিয়োগের সুফল সম্পর্কে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে। তারপরও অনেক ক্ষেত্রে কিশোরী মেয়েরা তাদের সমবয়সি ছেলেদের তুলনায় পিছিয়ে পড়ছে সঠিক বিনিয়োগের অভাবে।”
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের বরাতে প্রতিবেদনে বলা হয়, “বাংলাদেশে কিশোরী মেয়েরা একটি অপার সম্ভাবনার বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখতে চায়, যেখানে তারা নানা সুযোগ-সুবিধা পাবে এবং দেশের উন্নতিতে সহযোগিতা করতে পারবে।”
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস বলেন, “এখানে শিক্ষার গুণগত মান এখনো একটি চ্যালেঞ্জ। ডিজিটাল দক্ষতার ক্ষেত্রে কন্যাশিশু ও তরুণ নারীরা উদ্বেগজনকভাবে পিছিয়ে।”