এ মামলায় হাই কোর্টে জামিন আবেদন থাকায় সকালের রিমান্ড আদেশ বাতিল করে নতুন আদেশ দেন বিচারক।
Published : 17 Sep 2024, 06:13 PM
ঢাকার যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড বাতিল করেছে আদালত।
পাশাপাশি সাবেক এই মন্ত্রীকে অন্য এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে যাত্রাবাড়ীতে শিক্ষার্থী ইমরান হাসান হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেন দিয়েছিলেন মহানগর হাকিম শাহীন রেজা।
তবে এ মামলায় হাই কোর্টে জামিন আবেদন থাকায় সকালের রিমান্ড আদেশ বাতিল করে নতুন আদেশ দেন বিচারক।
সাবেক রেলমন্ত্রী সুজন ৩ দিনের রিমান্ডে
এ সময় নূরুল ইসলাম সুজনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
বিচারক গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ড আবেদন শুনানির জন্য ২২ সেপ্টেম্বর তারিখ রাখেন।