তিনি দেশের পঞ্চম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন।
Published : 09 Feb 2025, 03:30 PM
সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে রোববার দুপুরের পর হাই কোর্টের বিচারকাজ বন্ধ রাখা হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে সকাল ১০টার দিকে ঢাকার মগবাজারের ইনসাফ আল বারাকা হাসপাতালে তার মৃত্যু হয়।
বিজ্ঞপ্তিতে বলো হয়, “মরহুম এর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রোববার দুপুর ২টা থেকে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।”
বাংলাদেশের পঞ্চম সিইসি বিচারপতি মো. আব্দুর রউফ ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
১৯৯৫ সালের জুনে হাই কোর্ট থেকে আপিল বিভাগের বিচারক হন বিচারপতি মো. আব্দুর রউফ। ১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি তিনি অবসরে যান।
অবসরের পর ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরিয়াহ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন সাবেক এই বিচারপতি। জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’এর কেন্দ্রীয় সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: