ব্যবসার কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন জাবের।
Published : 25 Aug 2023, 05:03 PM
রাজধানীর হানিফ ফ্লাইওভারে এক মোটর সাইকেলের ধাক্কায় আরেকটি মোটর সাইকেলের আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার বিকালের দিকে ঘটা ওই দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. জাবের হোসেন (৪৫)।
দুর্ঘটনার পর জাবেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া ইমরান হোসেন নামের এক যুবক বলছেন, তিনিও মোটর সাইকেলে করে যাত্রাবাড়ী দিকে যাচ্ছিলেন। তার সামনে ছিল জাবের হোসেনের মোটর সাইকেল, যাত্রাবাড়ীর দোলাইরপাড়মুখী।
“সে সময়ে আরেকটি মোটর সাইকেল জাবেরের গাড়িকে ওভারটেক করার সময় ধাক্কা দিলে দুটিই পড়ে যায়। এতে জাবের গুরুতর আহত হন। অন্য মোটর সাইকেলের চালক সামান্য আহত হন। তবে ঘটনার পর সে তার মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।”
দুর্ঘটনার পর ইমরানসহ কয়েকজন জাবেরকে হাসপাতালে নিয়ে যান।
পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া
কামরাঙ্গীচর আশ্রাফাবাদ পূর্ব রসুলপুরের সাঈদ হোসেন ও নাজমা খাতুনের ছেলে জাবের ফরিদাবাদে পরিবার নিয়ে থাকতেন।
জাবেরের ভাই জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে এসেছেন।
তিনি বলেন, জাবের লোহার ব্যবসা করতেন আর ব্যবসার কাজে বের হয়েছিলেন। বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন।