“কিছু কিছু জায়গায় এমন হতে পারে কুয়াশা কাটতে কাটতে আবার কুয়াশা পড়া শুরু হয়ে যাবে। বিকাল বেলায় হয়ত সূর্য একটু দেখা যাবে। আবার অন্ধকার হয়ে যাবে।”
Published : 31 Dec 2023, 11:26 AM
বিদায়ী বছরের শেষ দিনের মত নতুন বছরের প্রথম দিনও কুয়াশায় ঢাকা থাকবে দেশের বিস্তীর্ণ এলাকা।
গ্রেগরীয় বর্ষপঞ্জীর পাতা উল্টে সোমবার নতুন বছরকে বরণ করে নেবে বিশ্ব। আবহাওয়াবিদরা বলছেন, কুয়াশার কারণে দেশের বড় অংশে নতুন সূর্যের দেখা মিলতে অপেক্ষা করতে হবে।
গত কয়েকদিন আবহাওয়া ‘প্রায় স্বাভাবিক’ থাকলেও পৌষের মাঝামাঝিতে এসে দেশে শীতের অনুভূতি বেড়েছে। শীতের তীব্রতা আরও বাড়ার পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাপমাত্রা ততটা না কমলেও কুয়াশা ও বাতাসের কারণে শীতের অনুভূতি বেশি হচ্ছে। বছরের প্রথম দিন আজকের মতই ‘ঠান্ডা ঠান্ডা ভাব’ থাকবে।”
তিনি বলেন, “বাতাস আছে বেশ, কুয়াশার কারণে সূর্যের আলো আসছে না। এ কারণে শীতের অনুভব বেশি হচ্ছে। কুয়াশাটা কাটতে একটু সময় লাগবে। মঙ্গলবার থেকে কিছুটা উন্নতি হতে পারে।
“কুয়াশা কেটে যাওয়ার পর তাপমাত্রা কমে আসবে কিছুটা। তাপমাত্রা কমবে এক-দুদিন পর। তখন শীত বাড়তে পারে।”
রোববার সকাল থেকেই দেশের বড় অংশ ছিল কুয়াশায় মোড়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে কুয়াশা কেটে যায়। তবে অন্যান্য এলাকায় কুয়াশা কাটিয়ে সূর্য উঁকি দিতে দিনের শেষ হয়ে যেতে পারে বলে জানান আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম।
তিনি বলেন, “ঢাকাসহ মধ্যাঞ্চল, উত্তরাঞ্চলের সবখানে এখন কুয়াশা। এখন কুয়াশা এত সহজে কাটবে না, সময় লাগবে।
“কিছু কিছু জায়গায় এমন হতে পারে কুয়াশা কাটতে কাটতে আবার কুয়াশা পড়া শুরু হয়ে যাবে। বিকাল বেলায় হয়ত সূর্য একটু দেখা যাবে। আবার অন্ধকার হয়ে যাবে।”
তবে আপাতত শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রারে সীতাকুণ্ডে, ৩০. ৪ ডিগ্রি সেলসিয়াস।