রাজধানীতে জার্মান নাগরিকের মরদেহ উদ্ধার

মৃতদেহের পাশে প্রায় ৫০০ ঘুমের বড়ির খালি খোসা পাওয়া যায়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2022, 03:16 PM
Updated : 7 August 2022, 03:16 PM

ঢাকার উত্তরার একটি ফ্ল্যাট থেকে এক জার্মান নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

কাউশমান হোলগের নামের ৫৪ বছর বয়সী ওই ব্যক্তি দ্য লোনসাম ট্র্যাভেলার লিমিটেড নামের একটি ট্যুর গাইড কোম্পানি চালাতেন।

রোববার ভোরে উত্তরা ৫ নম্বর সেক্টরের ২/এ রোডের একটি ভবনের দশম তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন জানান।

তিনি বলেন, ২০১৪ সাল থেকে ওই বাসায় ভাড়া ছিলেন এ জার্মান নাগরিক। জুয়েল নামে তার একজন কেয়ারটেকার আছেন, তিনিও ওই ফ্ল্যাটে থাকতেন।

“জুয়েল বলেছে, বৃহস্পতিবার ট্যুর কোম্পানির কাজে সে শ্রীমঙ্গলে গিয়েছিল। গতকাল বিকালেও হোলগেরের সঙ্গে তার কথাও হয়েছে। ঢাকা ফিরে আজ ভোর ৫টায় বাসায় ঢুকে সে হোলগেরকে মৃত অবস্থায় কম্পিউটার ডেস্কের সামনে পড়ে থাকতে দেখে। পরে সে পুলিশে খবর দেয়।”

মৃতদেহের পাশে প্রায় ৫০০ ঘুমের বড়ির খালি খোসা পাওয়া গেছে জানিয়ে ওসি বলেন, “প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।"

হোলগার অবিবাহিত ছিলেন বলে জানিয়েছেন ওসি।