এর আগে রবি ও সোমবারও নির্বাহী আদেশে ছুটি ছিল।
Published : 22 Jul 2024, 09:32 PM
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দেশজুড়ে সহিংসতার প্রেক্ষাপটে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হয়েছে।
মঙ্গলবারও সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, আধা স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসগুলো বন্ধ থাকবে।
এর আগে কারফিউ জারির পর রবি ও সোমবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছিল।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতায় ঢাকাসহ দেশজুড়ে ব্যাপক সংঘর্ষ ও হতাহতের ঘটনার মধ্যে শুক্রবার রাত থেকে দেশে কারফিউ জারি করা হয়।
সংঘর্ষের মধ্যে ঢাকায় রামপুরায় বিটিভি ভবন, দুযোগ ব্যবস্থাপনা বিভাগ, মহাখালীর সেতু ভবন, বিআরটিএ ভবন, মিরপুরে মেট্রোরেল স্টেশনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালেই রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোটা নিয়ে হাই কোর্টের দেওয়া রায় বাতিল করে দেয়। সেই সঙ্গে সরকারি চাকরির কোটার নতুন বিন্যাস ঠিক করে সরকারকে তা বাস্তবায়নের নির্দেশ দেয়।