“গণঅভ্যুত্থানের পর একাডেমিকে ঘিরে এদেশের মানুষের নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে,” বলেন অধ্যাপক আজম।
Published : 09 Sep 2024, 12:32 PM
তিন বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম।
এ উপলক্ষে রোববার বিকালে একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজন করা হয়। অধ্যাপক আজমকে স্বাগত জানান একাডেমির সচিব নায়েব আলীসহ অন্যরা।
অনুষ্ঠানে নায়েব আলী বলেন, “আমরা আশা করি, অধ্যাপক ড. মোহাম্মদ আজমের দক্ষ ও সৃজনশীল নেতৃত্বে বাংলা একাডেমি তার প্রতিষ্ঠার তাৎপর্য এবং উদ্দেশ্যকে সফল করতে সক্ষম হবে।"
একাডেমির দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় অধ্যাপক আজম বলেন, "বাংলা একাডেমির প্রতি বাংলাদেশের মানুষের প্রত্যাশা অপরিসীম। গণঅভ্যুত্থানের পর একাডেমিকে ঘিরে এদেশের মানুষের নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।
“আশা করি, সকলের সমবেত সংযোগ ও সক্রিয়তায় আমরা বাংলা একাডেমিকে গবেষণামূলক জাতীয় প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে সক্ষম হব।"
মোহাম্মদ আজম বাংলা একাডেমিতে অধ্যাপক মো. হারুন-উর-রশীদ আসকারীর স্থলাভিষিক্ত হলেন।
রশীদ আসকারী গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১০ অগাস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন রশীদ আসকারী।