Published : 06 Oct 2023, 02:41 AM
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বেলা ১২টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার জানান।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে ঢাকার পথে রওনা হন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে তাকে বিদায় জানান।
গত ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি উড়োজাহাজে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান সরকারপ্রধান। পরে সেখানে তাকে সংবর্ধনা দেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা।
যুক্তরাজ্যের বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসা বিষয়ক ছায়ামন্ত্রী রুশনারা আলী এমপির নেতৃত্বে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধি দলও সোমবার শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
এর আগে ১৭ থেকে ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে প্রধানমন্ত্রী ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকও করেন তিনি।
শেখ হাসিনা ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৪ অক্টোবর ২০২৩ তারিখে:
https://www.facebook.com/bdnews24/posts/pfbid0n8tXq3fsYdnyWTkXHh2ShyiTHkn1hUxNZuqh8o3f6aqwZyRJnFEqRBJxZVYAu6pLl