তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
Published : 31 Oct 2024, 04:26 PM
সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও নুরুল ইসলাম তালুকদার, সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ও ইউনিয়ন ব্যাংকের এমডি এ বি এম মোকাম্মেল হক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুদকের আলাদা আলাদা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের পাশাপাশি তার স্ত্রী শামিমা হাবিব, দুই সন্তান আবুর হাসান তানিম ও সনিয়া হাসান তন্নির দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছেন বিচারক।
তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক সিরাজুল হক।
এতে বলা হয়, হাবিব হাসানের বিরুদ্ধে ভূমি দস্যুতা, পরিবহনে চাঁদাবাজি, পদ বাণিজ্য, অনুদানের নামে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব অর্থ পাচার করে ছেলের নামে কানাডায় বাড়ি কেনার পাশাপাশি পরিবারের সদস্যরা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মাসুদুর রহমান। দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ বিষয়ে শুনানি করেন।
ওই আবেদনে বলা হয়, নুরুল ইসলামের বিরুদ্ধে টিআর, কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া নিজের পদের অপব্যবহার এবং রাজনৈতিক পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে তিনি বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ আছে।
সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম।
আবেদনে বলা হয়, রঞ্জিতের বিরুদ্ধে ঘুষ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজের ও পরিবারের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। রঞ্জিত তার অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষি জমি, ফ্ল্যাট, প্লট কিনেছেন। তার স্ত্রী ঝুমুর মজুমদারের নামে বাংলাদেশ কমার্স ব্যাংকে প্রায় সাড়ে তিন কোটি টাকার এফডিআর রয়েছে। এছাড়া অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার টাকা আছে।
আর ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ বি এম মোকাম্মেল হক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুদকের উপপরিচালক মাসুদুর রহমান। দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ বিষয়ে শুনানি করেন।
আবেদনে বলা হয়, ব্যবসায়ী এস আলম ও তার পরিবারের নামে পাঁচ হাজার কোটি টাকা পাচারে মোকাম্মেলের বিরুদ্ধে সহায়তা করার অভিযোগ রয়েছে। তিনি পদের অপব্যবহার করে এবং রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন তথ্য মিলেছে।