সভায় অধ্যাপক তোফায়েল আহমেদ, অধ্যাপক মাহবুব উল্লাহ, মুফতি আব্দুল মালেক ও খুশি কবিরসহ অনেকে অংশ নেন।
Published : 12 Nov 2024, 11:02 PM
সংবিধান সংস্কারে গঠিত কমিশন দ্বিতীয় দিনের মত আরও কয়েকজনের সঙ্গে মতবিনিময় করেছে।
জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মঙ্গলবার ওই সভা হয় বলে কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সভায় অংশীজনদের মধ্যে অধ্যাপক তোফায়েল আহমেদ, অধ্যাপক মাহবুব উল্লাহ, মুফতি আব্দুল মালেক (বায়তুল মোকাররম খতিব), খুশি কবির, সুব্রত চৌধুরী, মুসা আল হাফিজ, শাহিন আনাম, শহিদুল আলম এবং মুফতী সাখাওয়াত হোসাইন রাজী অংশগ্রহণ করেন।
সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ এবং সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী ও ফিরোজ আহমেদও সভায় উপস্থিত ছিলেন।
আগের দিন সোমবারও অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছে অধ্যাপক আলী রিয়াজ নেতৃত্বাধীন সংস্কার কমিশন।
গণআন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার বিভিন্ন বিষয়ে সংস্কারের লক্ষ্যে কাজ করছে। এজন্য গত ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসনে সংস্কারে কমিশন গঠন করা হয়। দুই দিন বাদে ৬ অক্টোবর গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন।
কমিশন গঠনের দিন থেকে ৯০ দিনের মধ্যে তাদেরকে সরকারপ্রধানের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সংবিধান সংস্কার কমিশনে শুরুতে দায়িত্ব দেওয়া হয় সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিককে। তবে তিনি সরে দাঁড়ালে এই দায়িত্ব পান আলী রিয়াজ, যিনি এর আগে বর্তমান সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান লেখার মত দিয়েছিলেন।
গত ৩ নভেম্বর বিকালে জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনে আলী রীয়াজ বলেছিলেন, তারা সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, নাগরিক সমাজ ও তাদের সংগঠনগুলোর প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, তরুণ চিন্তাবিদ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন এবং তাদের কাছ থেকে লিখিত প্রস্তাব আহ্বান করবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানান তিনি।
এরপর সোমবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মতবিনিময় সভার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। এদিন মতবিনিময় সভায় ১৬টি সংগঠনের মোট ৩১ জন অংশ নেন।