নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে ‘ভোটের উৎসব’ চলে গেছে, মনে করেন তিনি।
Published : 11 Dec 2024, 06:07 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখনই হবে তা আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া নির্বাচনের চেয়ে ‘গ্রহণযোগ্য’ হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, “আমি আশা করব আগামী নির্বাচন যেটা হবে, যখনি হবে সেটা অবশ্যই গ্রহণযোগ্য… অতীতে যা দেখেছি তা যেন না হয়।”
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মিলনায়তনে হাঙ্গার প্রজেক্ট ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ‘ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা’ প্রকল্প আয়োজিত ‘নাগরিক উৎসবে’ এম সাখাওয়াত এই মন্তব্য করেন।
নবম সংসদ নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকারের অধীনে পরের তিনটি জাতীয় নির্বাচন হয়। এর মধ্যে দশম ও দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো।
আগামীতে যারা অংশ নেবেন তারা ওই তিনটি নির্বাচন থেকে শিক্ষা নিয়েছেন বলে ধারণা উপদেষ্টা সাখাওয়াতের। আর না নিলে তা খুবই দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি।
সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, “আগের নির্বাচিত সরকার ক্ষমতায় এসে দেশের সব স্ট্রাকচার নষ্ট করে গেছে।
“সেটা আমলাতন্ত্র হোক, বিচার বিভাগ হোক কিংবা পুলিশ। আজ পর্যন্ত পুলিশ দাঁড়াতে পারছে না- এমন স্ট্রাকচার নষ্ট হয়েছে; দাঁড় করানো খুব কঠিন। আগে আমি বাইরে থেকে বলতাম। এখন আমি ভেতর থেকে দেখছি।”
নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দেশের ‘ভোটের উৎসব’ চলে গেছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট উপদেষ্টা।
তিনি বলেন, “তখন দেখেছি লম্বা লম্বা লাইন, সেজেগুজে এমনকি বিউটি পার্লার থেকে ঘুরে আসছে, সুন্দর কাপড় পরে বেরিয়ে এসেছে ঠাণ্ডার মধ্যে, এরপর আর দেখি নাই। তারপর মহিলাদের উপস্থিতিই দেখি নাই। গণ্ডগোল যদি হয় আমাদের মহিলারা যায় না, যেখানে আমাদের ৫১ শতাংশ মহিলা ভোটার।
“এখানে অনেক তরুণ আছে, আমার মনে হয় তারা ভোট দেয়ও নাই। ভোটকেন্দ্র কী জিনিস ওরা তা দেখেও নাই, যায়ও নাই।”
পরবর্তী নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, “আপনাদের কাছে অনুরোধ আপনাদের ভোটটা যেন হাইজ্যাক না হয় এবং ভোট দেওয়া আপনার অধিকার। এই অধিকারটা স্টাবলিশ আপনাকেও করতে হবে এবং করতে হবে অন্যদেরকে।”