বাস আড়াআড়ি করে রেখে সড়ক বন্ধ করে দেওয়া হয়।
Published : 14 Apr 2025, 02:27 AM
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে কাউন্টার নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করেন চালক-শ্রমিকরা।
রোববার রাত ১০টার পর থেকে এ অবরোধের কারণে তেজগাঁও, সাতরাস্তা, গুলশান, বনানী ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশের মধ্যস্থতায় রাত পৌনে ১টার দিকে সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছেন ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জিয়াউর রহমান।
তিনি বলেন, "বাস টার্মিনালে কাউন্টার নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এক পর্যায়ে দুই পক্ষের লোকজন টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে। বাস আড়াআড়ি করে রেখে সড়ক বন্ধ করে দেয় তারা।
"পরে পুলিশ তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরে যেতে অনুরোধ করে। একপর্যায়ে সমঝোতার পর দুই পক্ষ সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।"