সরকার পতনের পরদিন গত ৬ অগাস্ট কারাগার থেকে রুবেল পালিয়েছিলেন।
Published : 09 Sep 2024, 12:49 PM
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া এক ফাঁসির আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার এক বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, রোববার সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চর কালীগঞ্জ তৈলঘাট এলাকায় যৌথ অভিযান চালিয়ে মো. রুবেলকে (৩২) গ্রেপ্তার করেছে তারা।
গ্রেপ্তারের পর রুবেলকে সংশ্লিষ্ট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক এম জে সোহেল।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার পতনের পরদিন গত ৬ অগাস্টে কারাগার থেকের রুবেল পালিয়েছিলেন। জেল পালানোর আগে কারাগারে থাকা বন্দিরা অস্ত্র হাতে দাঙ্গা-হাঙ্গামা শুরু করে। এবং তারা কারারক্ষীদের মারধর ও জিম্মি করে পালানোর চেষ্টা করে।
এ সময় কিছু বন্দি ‘শতাব্দী কারাবন্দি ভবনের’ লকআপ ভাঙচুর করে বের হয়ে যান।
সেদিন কারাবন্দিদের হামলায় প্রায় ২৫ জন কারারক্ষী আহত হন বলে জানিয়েছে র্যাব।
দাঙ্গা-হাঙ্গামার মধ্যে বন্দিরা বৈদ্যুতিক পিলার ভেঙে সেটা দিয়ে মই বানিয়ে উঁচু পাঁচিল টপকে কারাগারের পশ্চিম দিক দিয়ে পালিয়ে যায়, যাদের মধ্যে রুবেলও ছিলেন।
এ ঘটনায় কারাগারের আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতির অভিযোগ তুলে কোনাবাড়ী থানায় মামলা করে কারা কর্তৃপক্ষ।
এরপর গোয়েন্দা নজরদারি বাড়িয়ে জেল পলাতক রুবেলকে র্যাব গ্রেপ্তার করে।
২০১০ সালে ঢাকার সূত্রাপুরর আজাদ সিনেমা হলের সামনে মোবাইল চুরির ঘটনাকে ঘিরে একজনকে হত্যার ঘটনায় রুবেলসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছিল।
মামলার বিচার কাজ শেষে ২০১৪ সালে রুবেলসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেয় আদালত।