ওই পরিবারে কলহ লেগেছিল।
Published : 05 Sep 2024, 05:14 PM
ঢাকার একটি ভাড়া বাসা থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত দেড়টার দিকে হাতিরঝিল থানার পেয়ারা বাগান এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
৩৪ বছর বয়সী সারেজা বেগম দুই সন্তান ও স্বামী ইয়াকুব আলীর সঙ্গে ওই বাসায় থাকতেন। সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার ইয়াকুব পেশায় পিকআপ চালক।
হাতিরঝিল থানার এসআই শফিউল আলম বলেন, “পারিবারিক কলহের জেরে সারেজা বেগমকে তার স্বামী প্রায়ই নির্যাতন করতেন বলে জানা গেছে। বুধবার রাত ৮টার দিকে সবার অগোচরে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেন সারেজা।”
রাত দেড়টার দিকে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন জানিয়ে এসআই শফিউল বলেন, এ ঘটনায় ওই নারীর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
সারেজার মামাতো দুলাভাই লিটন মিয়া বলেন, “ইয়াকুব এক দেড় মাস আগে গোপনে একটা বিবাহ করেন। সারেজা বিষয়টি জানতে পারলে এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। এর জেরে বিভিন্ন সময় সারেজাকে মারধর ও নির্যাতন করত আটক ইয়াকুব।
“নির্যাতন সহ্য না করতে পেরে অভিমানে সারেজা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।