ঢাকার মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ এ আদেশ দেন।
Published : 17 Feb 2025, 04:17 PM
ধর্মীয় অবমনানার অভিযোগে ৫৪ ধারায় গ্রেপ্তার কবি সোহেল হাসান গালিবকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ।
আদালতে প্রসিকি্উন বিভাগের এসআই স্বপন কুমার জানিয়েছেন, রোববার ডিবি পুলিশের কোতয়ালী জোনাল টিমের উপ পরিদর্শক হুমায়ুন কবীর গালিবের ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত তখন গালিবের উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন সোমবার ঠিক করেন।
শুনানির আগে গালিবকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলে, রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। পরে শুনানি শেষে আদালত গালিবের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে গ্রেপ্তারের পরদিন ১৪ ফেব্রুয়ারিতেও গালিবকে আদালতে তোলা হয়েছিল। ওইদিন তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
ওই সময় গালিবের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
কবি গালিবের মুক্তি ও নিরাপত্তা দাবি শতাধিক পেশাজীবীর
কবি সোহেল হাসান গালিবকে আটকের খবর, মেলায় স্টল খোলেনি উজান
১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার সানারপাড় থেকে গালিবকে গ্রেপ্তার করে পুলিশ।
২০২৪ সালে প্রকাশনা প্রতিষ্ঠান উজান থেকে প্রকাশিত বইয়ে গালিবের লেখা একটি কবিতা ঘিরে সমালোচনা শুরু হয়। কবিতাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে গালিবের বিরুদ্ধে মহানবীকে ‘কটাক্ষ’ করার অভিযোগ ওঠে।
লেখালেখির পাশাপাশি গালিব একটি সরকারি কলেজে শিক্ষকতা করেন।
এর মধ্যে গালিবের নিঃশর্ত মুক্তি এবং তার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন শতাধিক লেখক, শিল্পী, শিক্ষক, সাংবাদিক, অধিকারকর্মীসহ বিভিন্ন পেশাজীবী।