একজন গুলি ছোঁড়েন, আরেকজন মোবাইল ফোনে সেটি ভিডিও করেন।
Published : 25 Mar 2025, 01:06 AM
রাজধানীর মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদার দাবিতে এক ব্যবসায়ীর বাসায় ঢুকে ফাঁকা গুলি করে গেছে সন্ত্রাসীরা।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর টাউন হলের পেছনে শেরশাহ শূরী রোডে মনির হোসেন নামের ওই ব্যবসায়ীর বাসায় এ ঘটনা ঘটে বলে মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান জানান।
নিচতলার ওই বাসায় ঢুকে দুই যুবক কোটি টাকা চাঁদা দাবি করে। তারা নিজেদের 'ক্যাপ্টেন' নামে এক সন্ত্রাসীর লোক বলে পরিচয় দেয়।
মনির হোসেন মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং লিমিটেডের চেয়ারম্যান। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না।
ওই ঘটনার সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তির একজন একটি পিস্তল বা রিভলবার হাতে খোলা দরজা দিয়ে ফাঁকা গুলি ছোড়েন। আরেকজন মোবাইল ফোনে সেটি ভিডিও করেন। পরে তারা শান্ত ভঙ্গিতে বেরিয়ে যান।
সে সময় ওই বাসার দরজার ভেতরে দুজন পুরুষ মানুষকে দেখা যায়। আর দরজার বাইরে বোরখা পরা দুই নারী ও একটি শিশু বসে ছিল।
দুই আগন্তুকের মুখ ছিল কালো কাপড়ে ঢাকা। তাদের দেখে দুই নারী দ্রুত সেখান থেকে সরে পড়েন।
মনির হোসেন বলেন, "দুই সন্ত্রাসী এসে ক্যাপ্টেন পাঠিয়েছে বলে বাসার লোকজনের কাছে চাঁদা চায়। তারা এক পর্যায়ে বাসার ভেতরে গুলি করে আতঙ্ক সৃষ্টি করে চলে যায়। তবে গুলি কারো গায়ে লাগেনি।"
ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মেহেদী হাসান বলেন, "সিসি ক্যামেরার ভিডিও দেখে সন্ত্রাসীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।"