বেতন-ভাতা বাদে বাকি অর্থ অবরুদ্ধ করতে আবেদন করে দুদক।
Published : 24 Dec 2024, 01:19 PM
ওষুধ কোম্পানিতে চাকরি এবং ঠিকাদার ব্যবসার আড়ালে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের অভিযোগে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সাবেক বিক্রয় প্রতিনিধি আহমেদ তাহমিদ হাসনাইন পুলকের ২২টি ও তার স্ত্রী নাসরীন সুলতানার একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে বলেছে আদালত।
সোমবার দুদকের আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক ইব্রাহিম মিয়া।
দুদকের আইনজীবী মীর মোশাররফ আলী সালাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মাইনুদ্দীন।
“এ সময় আবেদনের উপর শুনানি করি। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।”
আবেদনে বলা হয়, পুলকের বিরুদ্ধে ওষুধ কোম্পানিতে চাকরি ও ঠিকাদার ব্যবসার আড়ালে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। এসব অর্থ তিনি স্ত্রীর হিসাবে সরানোর চেষ্টা করছেন। এ অবস্থায় বেতন-ভাতা বাদে বাকি অর্থ অবরুদ্ধ করা প্রয়োজন।