আনোয়ারের বিরুদ্ধে ২ কোটি ৮৪ লাখ ও আব্দুস শহীদের বিরুদ্ধে ৭ কোটি ৭২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক।
Published : 19 Jan 2025, 04:44 PM
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন রোববার সাংবাদিকদের মামলার তথ্য দিয়েছেন।
তিনি বলেন, কবির বিন আনোয়ারের বিরুদ্ধে ২ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। তার নয়টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার টাকার লেনদেনের তথ্য রয়েছে।
দুদক তার স্ত্রী তৌফিকা আহমেদের বিরুদ্ধেও মামলা করেছে, যেখানে জ্ঞাত আয়ের উৎসের অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৭৩৮ টাকার সম্পদ অর্জনের কথা বলা হয়েছে। তৌফিকার ছয়টি ব্যাংক হিসাবে ৭ কোটি ৭৮ লাখ ৬২ হাজার টাকা এবং ২২ হাজার ২৮০ ইউএস ডলার লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
ক্ষমতার পালাবদলের পর অবৈধ সম্পদের অভিযোগে গত বছরের ২৬ অগাস্ট কবির বিন আনোয়ারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
দুদকের আবেদনে গত ১ অক্টোবর সাবেক এই মামলা ও তার স্ত্রীর দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরদিন সিরাজগঞ্জের কামারখন্দে কৃষকদের জমির ফসল নষ্টের অভিযোগে একটি মামলা হয়েছে।
অপরদিকে কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বিরুদ্ধে ৭ কোটি ৭২ লাখ ৭৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ১৮টি ব্যাংক হিসাবে ২৬ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার লেনদেনের তথ্য রয়েছে।
শহীদের স্ত্রী উম্মে কুলসুমের বিরুদ্ধেও ৩৯ লাখ ২২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর তার সম্পদ বিবরণী তলব করে দুদক।
গত বছরের ৩০ অক্টোবর আব্দুস শহীদকে গ্রেপ্তার করে পুলিশ। আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে।
আরও পড়ুন-
এবার গ্রেপ্তার সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ
সাবেক সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে মামলা
বগুড়ার এমপি জিন্নাহ, স্ত্রীসহ সাবেক সচিব কবিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা