নির্বাচনের আগ মুহূর্তে তাকে সরিয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয় দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে।
Published : 10 Jan 2024, 03:32 PM
অবসরে যাওয়ার এক বছরের মাথায় আওয়ামী লীগে যোগ দিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
বুধবার সকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার হাতে দলের প্রাথমিক সদস্য পদের ফরম তুলে দেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বলেন, “আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ যোগদান করেছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।”
মাত্র তিন সপ্তাহ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব সামলে গত বছরের ৩ জানুয়ারি অবসরে যান কবির বিন আনোয়ার।
তখন আওয়ামী লীগের ওবায়দুল কাদের জানিয়েছিলেন, কবির বিন আনোয়ারকে দলের সভাপতি শেখ হাসিনা তাকে নিয়মিত তার কার্যালয়ে বসতে বলেছেন।
তাকে কোনো ‘বিশেষ দায়িত্ব’ দেওয়া হতে পারে তখন ইঙ্গিত দিয়েছিলেন কাদের।
অবসরের দুই দিনের মাথায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সাবেক কো-চেয়ারম্যান প্রয়াত এইচটি ইমামের চেয়ারে বসেন তিনি।
নির্বাচনের আগ মুহূর্তে তাকে সরিয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয় দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে।
কবির বিন আনোয়ার দীর্ঘদিন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
১৯৮৮ সালে সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেওয়া কবির বিন আনোয়ার ২০১৮ সালে জ্যেষ্ঠ সচিব হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
তার আগে তিনি উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং অতিরিক্ত সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক (প্রশাসন) পদে কাজ করেছেন।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করছি: কবির বিন আনোয়ার