আগামী ২৮ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে দেওয়া হবে এ পুরস্কার।
Published : 12 Feb 2025, 04:03 PM
বাংলা একাডেমির 'কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৫'-এ ভূষিত হয়েছেন কবি আল মুজাহিদী।
এছাড়া 'সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪'-এ ভূষিত হয়েছেন- অধ্যাপক হান্স হার্ডার ও কথাশিল্পী বর্ণালী সাহা।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের নাম জানিয়েছে।
কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কারের অর্থমূল্য ২ লাখ টাকা এবং সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কারের অর্থমূল্য প্রতিটি ১ লাখ টাকা।
আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় 'অমর একুশে বইমেলা ২০২৫'-এর সমাপনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত লেখকদের পুরস্কারের অর্থ, সম্মাননাপত্র ও সম্মাননা-স্মারক দেওয়া হবে বলে বাংলা একাডেমি জানায়।
২০১৯ সাল থেকে প্রতি দুই বছর পরপর কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার দিয়ে আসছে বাংলা একাডেমি। সর্বপ্রথম এ পুরস্কার পেয়েছিলেন কবি নির্মলেন্দু গুণ। ২০২১ সালে পেয়েছিলেন সাহিত্যিক, ভাষাসংগ্রামী আহমদ রফিক। ২০২৩ সালে এই পুরস্কার পেয়েছেন কবি মোহাম্মদ রফিক।
অন্যদিকে প্রবাসে বসবাসকারী বাঙালি লেখক এবং বিদেশি নাগরিকদের মধ্যে যারা বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কাজ করেন, তাদের বিশেষ অবদানের স্বীকৃতিতে প্রতিবছর ২ জনকে সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার দেওয়া হয়।
কবি ও সাহিত্যিক আল মুজাহিদী তিন দশকের বেশি সময় ধরে দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
১৯৭১ সালে তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। কবিতা ছাড়াও তিনি গল্প, উপন্যাস এবং সাহিত্যের বিভিন্ন শাখায় ভূমিকা রেখেছেন। শিশু সাহিত্যেও তার অবদান উল্লেখযোগ্য।
জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের অধ্যাপক হান্স হার্ডার বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে গবেষণা করেছেন।
বর্ণালী সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট থেকে স্নাতক এবং মেলবোর্ন বিজনেস স্কুল (মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া) থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর করেন। গবেষক হিসেবে তিনি কলকাতার আইটিসি সংগীত রিসার্চ একাডেমির সঙ্গে যুক্ত ছিলেন।
ঢাকা, লন্ডন এবং মেলবোর্নে একাধিক বহুজাতিক প্রতিষ্ঠানে পরামর্শক পদে দায়িত্ব পালন করেছেন বর্ণালী। বর্তমানে তিনি মেলবোর্নে বসবাস করছেন।