ফ্লাইওভারে নিয়ন্ত্রণহীন কভার্ড ভ্যান উল্টে পথচারীর মৃত্যু

কক্সবাজার থেকে সকালেই ঢাকায় এসেছিলেন রঙমিস্ত্রি জাহিদুল, আরেক বাসে চড়ে তার গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2023, 10:24 AM
Updated : 2 March 2023, 10:24 AM

ঢাকার যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে নামার সময় একটি কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসকে ধাক্কা দিয়ে উল্টে গেছে; সেই ভ্যানের নিচে চাপা পড়ে প্রাণ গেছে এক পথচারীর।

বৃহস্পতিবার সকালে গোলাপবাগে হানিফ ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে বলে যাত্রাবাড়ী থানার এসআই মোস্তাকিম পাটোয়ারী জানান।

নিহত জাহিদুল ইসলাম মোল্লা (৩০) ঢাকার মীরবাগের একটি মেসে থেকে রঙমিস্ত্রির কাজ করতেন। মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম কৃষ্ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোল্লার ছেলে তিনি। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

এসআই মোস্তাকিম জানান, সকাল সোয়া ৬টার দিকে ঢাল দিয়ে নামার সময় কভার্ড ভ্যানটি শ্যামলী পরিবহনের একটি বাসকে ধাক্কা দিয়ে উল্টে পড়ে। এ সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া জাহিদুল ভ্যানের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কভার্ড ভ্যান ও শ্যামলী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে; দুই গাড়ির চালকেরা পলাতক রয়েছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা।

জাহিদুলের চাচাতো ভাই রবিউল ইসলাম মোল্লা বলেন, একমাস আগে এক ঠিকাদারের অধীনে রঙের কাজ করতে কক্সবাজার গিয়েছিলেন জাহিদ। বৃহস্পতিবার সকালেই ঢাকায় এসে গোলাপবাগে গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে উঠে তার গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল। গাড়িতে ওঠার আগেই কভার্ড ভ্যানের তলায় পড়ে তার মৃত্যু হয়।