এইডিস মশাবাহিত ডেঙ্গু রোগে ডিসেম্বরের প্রথম ১৭ দিনে মৃত্যু হয়েছে ৬৩ জনের।
Published : 17 Dec 2024, 09:28 PM
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে ৫৫১ জনের মৃত্যু হয়েছে।
এইডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের এই সংখ্যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালে সারাদেশে ডেঙ্গুতে ১৭০৫ জনের মৃত্যু হয়েছিল।
এ বছর গত ৩ ডিসেম্বর এই রোগে মৃত্যু ৫০০ ছাড়ায়। ১০ সেপ্টেম্বর ১০০, ১১ অক্টোবর ২০০, ১ নভেম্বর ৩০০ এবং ১৬ নভেম্বর ৪০০ ছাড়ায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১১ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ২৯৫।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১২১ জন, ঢাকা বিভাগে ৪৯ জন, ময়মনসিংহে ১০ জন, চট্টগ্রামে ৪০ জন, খুলনায় ৩২ জন, রাজশাহীতে ৭ জন, বরিশালে ৫১ জন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।
গত একদিনে যে দুজন মারা গেছেন তাদের একজন খুলনা ও একজন ময়মনসিংহ বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৭ হাজার ২১১ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৫৩৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬০২, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৯৩১ জন ভর্তি আছেন।
এ বছর মোট ভর্তি রোগীর মধ্যে ৫৯ হাজার ৫৬৬ জন ঢাকার বাইরের। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৭২৯ জন।
ডিসেম্বরের প্রথম ১৭ দিনে ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ৮২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন আর মৃত্যু হয়েছে ৬৩ জনের।
এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। সে মাসে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।