গত মঙ্গলবার রাতে গ্রেপ্তান কামাল আবদুল নাসের চৌধুরী।
Published : 06 Oct 2024, 08:54 PM
বিএনপির মহাসমাবেশে হামলায় মকবুল নিহতের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরীকে ৪ দিন ধরে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে রিমান্ড ফেরত প্রতিবেদন জমা দিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই
নাজমুল হাচান।
কামাল চৌধুরী একজন ক্যান্সারের রোগী এবং বয়স বিবেচনায় তার জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মো. ইব্রাহিম খলিল।
শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমান।
এসময় তার আইনজীবী কারাগারে ডিভিশন ও চিকিৎসার জন্য আরো দুটি পৃথক আবেদন করলে কারাবিধি অনুসারে তাকে ডিভিশন ও যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশ দেন বিচারক।
গত ২ অক্টোবর কামাল আবদুল নাসের চৌধুরীকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন পল্টন মডেল থানার এসআই তন্ময় কুমার বিশ্বাস।
রিমান্ড শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন।
মামলার বিবরণে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর তারিখে একদফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। আন্দোলনকে ঘিরে যখন দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীকে জড়ো হতে শুরু করলে ৭ ডিসেম্বর বিকাল ৩ টা থেকে রাত ১১ টা পর্যন্ত আসামিরা সম্মিলিতভাবে বিএনপির কার্যালয় ও এর আশপাশে হাজার হাজার নেতাকর্মীদের উপর নির্বিচারে লাঠিপেটা, ককটেল হামলা, টিয়ারসেল নিক্ষেপ, সাউন্ড-গ্রেনেড বিস্ফোরণ ও গুলি করলে বিএনপির কয়েকশ নেতাকর্মী আহত হয়, গুরুতর জখম হয়।
এ ঘটনায় মকবুল নামের এক বিএনপিকর্মী গুলিবিদ্ধ হলে তাকে ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
কামাল আবদুল নাসের চৌধুরী কবি কামাল চৌধুরী হিসেবে পরিচিত। আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দিয়েছিলেন।
সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার আগে কামাল চৌধুরী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।