দুই দশক আগে এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল।
Published : 05 Nov 2024, 08:52 PM
ঢাকার মহাখালী ফ্লাইওভারের মেরামত কাজের জন্য আগামী ১৮ নভেম্বর পর্যন্ত রাতের বেলা একাংশ করে বন্ধ থাকবে।
মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার থেকে শুরু হওয়া মেরামত কাজের জন্য ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীরগেট থেকে বনানী অভিমুখি অংশ বন্ধ থাকবে। এ সময় বনানীগামী যানবাহনকে ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে হবে।
আর ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত বনানী থেকে জাহাঙ্গীগেটমুখি অংশ বন্ধ থাকবে। এ সময় বনানী থেকে জাহাঙ্গীরগেটগামী যানবাহনকে ফ্লাইওভারের নিচের সড়ক ব্যবহারের অনুরোধ করেছে ডিএনসিসি।
ঢাকার প্রথম এই ফ্লাইওভারের নির্মাণকাজ শুরু হয় ২০০১ সালের ডিসেম্বরে। ২০০৪ সালের নভেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তা উদ্বোধন করেন। উদ্বোধনের দিন থেকে ওই ফ্লাইওভারে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
১ দশমিক ১২ কিলোমিটার দীর্ঘ এ ফ্লাইওভার নির্মাণে ব্যয় হয়েছিল ১১৪ কোটি টাকা।