আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌযানে চলাচলের পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিতে যাত্রীদের উদ্দেশে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে।
Published : 30 Mar 2025, 02:10 AM
ঈদুল ফিতর সামনে রেখে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে নৌ পুলিশ।
শনিবার নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌপথে যাত্রার প্রাক্কালে যাত্রী, চালক, মালিক, ইজারাদারদের করণীয় ছাড়াও ঘাটের শৃঙ্খলায় এবং পরিবেশ দূষণ রোধ করণীয় সম্পর্কে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়।
আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌযানে চলাচলের পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিতে যাত্রীদের উদ্দেশে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে।
তাড়াহুড়ো করে ওঠা-নামা না করা; ছাদে ভ্রমণ বা অতিরিক্ত যাত্রী হিসেবে না ওঠা; লাইফ জ্যাকেট ছাড়া স্পিড বোডে না ওঠা; ছোট নৌকা দিয়ে নদীর মাঝপথে লঞ্চে না ওঠা; অপরিচিত কারো কাছ থেকে কিছু না খাওয়া; কোনো ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তা নৌ পুলিশকে অথবা জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ জানানোর মত পরামর্শ রয়েছে সেখানে।
আর ফিটনেসবিহীন নৌযান না চালানো; অন্য কোনো নৌযানের সঙ্গে প্রতিযোগিতা না করা; অতিরিক্ত ভাড়া আদায় না করা; নৌযানে সিসি ক্যামেরা বসানো; পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখাসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে লঞ্চ মালিক ও চালকদের।
নির্ধারিত টোল ছাড়া অতিরিক্ত টোল আদায় না করা; ফায়ার সার্ভিস; অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়িকে অগ্রাধিকার দেওয়া; কুলিদের মাধ্যমে যাত্রী হয়রানি বন্ধ করা; ঘাট এলাকায় কোন ধরনের ভাসমান দোকান বসতে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিবেশ দূষণ রোধে লঞ্চে ব্যবহৃত টয়লেটের বর্জ্য নদীতে না ফেলা; লঞ্চ, স্টিমার, কার্গো থেকে নির্গত জ্বালানি বা রাসায়নিক পদার্থ নদীর পানিতে যেন না মেশে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা; যাত্রীরা যেন প্লাস্টিকের কোনো বোতল, চিপসের প্যাকেট বা পলিথিন নদীতে না ফেলেন, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে নৌ পুলিশের বিজ্ঞপ্তিতে।
প্রয়োজনে নৌ পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের ০১৩২০১৬৯৫৯৮- ৯৯ নম্বরে যোগাযোগ করদে বলা হয়েছে।