চাকরি হারানো কয়েকশ সদস্য সদর দপ্তরের দুটি গেটের সামনে অবস্থান নিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন ভেতরে থাকা আইজিপিসহ অন্যান্য কর্মকর্তারা।
Published : 18 Aug 2024, 09:13 PM
চাকরি ফিরে পাওয়ার দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন গত ১৫ বছরে বিভিন্ন সময়ে বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা।
রোববার দুপুরের পর থেকে চাকরি হারানো কয়েকশ সদস্য সদর দপ্তরের দুটি গেটের সামনে অবস্থান নিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন ভেতরে থাকা আইজিপিসহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।
আন্দোলনকারীরা বলছেন, সামান্য কারণে বিভাগীয় মামলা, বেআইনি আদেশ না শোনা, ডোপ টেস্টের নামে ফাঁদ, ছুটির জন্য তর্ক করাসহ নানা কারণে গত ১৫ বছরে চাকরিচ্যুত করা হয়েছে হাজারো পুলিশ সদস্যদের। নির্বাহী আদেশে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে।
অনেকে আদালতে ও বিভাগীয় তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ার পরও চাকরি হারিয়েছেন বলেও অভিযোগ তাদের।
পরে সন্ধ্যায় বাইরে এসে সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি কামরুল ইসলাম আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, “বর্তমান আইজিপি তিনি অতীতের কোনো আইজিপির মত নন। তিনি আপনাদের দাবিদাওয়ার ব্যাপারে ওয়াকিবহাল। আপনাদের দাবিদাওয়া তিনি শুনেছেন।”
“চাকরি হারানোর নানা কারণ ছিল। কার কী কারণে চাকরি গেছে তা বিশ্লেষণ করতে হবে। অহেতুক কারো চাকরি গেলে অবশ্যই তারা চাকরি ফেরত পাবেন, তবে এজন্য একটা প্রসিডিউর রয়েছে। এজন্য আইজিপি মহোদয় আপনাদের সঙ্গে বসে কথা বলতে চান।”
পরে তাদের মধ্য থেকে দুইজন প্রতিনিধি চাওয়া হলে আন্দোলনকারীরা আইজিপির সঙ্গে বৈঠক করতে চার জনকে পাঠানোর অনুরোধ করেন। এর প্রেক্ষিতে চার জন আন্দোলনকারীকে আইজিপির সঙ্গে সাক্ষাতের জন্য সদর দপ্তরের ভেতরে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর আগে যাদেরকে বিভিন্ন সময়ে প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছিল, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। কিন্তু যারা ফৌজদারী মামলায় বা আদালতের আদেশে সাময়িক বরখাস্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে কোনো আদেশ দেওয়া হয়নি।
“এখন বিভিন্ন কারণে চাকরিচ্যুতরা পুনর্বহালের দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবস্থানকারীদের সঙ্গে কথা বলছেন।”
পরে অোইজিপির আশ্বাসে রাত সোয়া ৮টার দিকে কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
আন্দোলনের সমন্বয়ক সাবেক এসআই ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইজিপি মহোদয় আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এর প্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করেছি।”
গত ৯ অগাস্ট পুলিশ সদর দপ্তরের এক আদেশে প্রশাসনিক কারণে যেসব নন ক্যাডার (পরিদর্শক থেকে কনস্টেবল) পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত হয়েছেন, তাদের সেই বরখাস্তের আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।
ক্ষমতার পট পরিবর্তনে দেশজুড়ে অস্থিরতার প্রেক্ষাপটে ‘মাঠের সদস্যদের শান্ত রাখার উদ্যোগ হিসেবেই’ এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা।
তবে যারা ফৌজদারী মামলায় বা আদালতের আদেশে সামরিক বরখাস্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে এ প্রত্যাহারের আদেশ প্রযোজ্য হবে না বলেও জানানো হয়।