সম্প্রতি কাস্টম গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ গায়েব হওয়ার পর এই নিষেধাজ্ঞা এল।
Published : 06 Feb 2024, 04:38 PM
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনকালে শুল্ক কর্মকর্তাদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ঢাকা কাস্টম হাউজের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন জানান, মঙ্গলবার রাত ১১টা থেকে শুরু হওয়া শিফট থেকে এই আদেশ কার্যকর হবে।
সম্প্রতি কাস্টম গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ গায়েব হওয়ার পর এই নিষেধাজ্ঞা এল। এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে সোমবার চারজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
মিনহাজ উদ্দিন জানান, মোট চারটি শিফটে প্রতি শিফটে যে ২০জন করে দায়িত্ব পালন করেন, মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা তাদের উপর বর্তাবে। তবে শিফট ইনচার্জ ও প্রটোকলের দায়িত্বে থাকা দুজন কর্মকর্তা সরকার নির্ধারিত মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাবেন। জরুরি প্রয়োজনে এই দুই মোবাইলের মাধ্যমে অন্যরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দায়িত্ব পালনকালে একজনের অন্যের সঙ্গে যোগাযোগের জন্য ওয়াকিটকি থাকবে। তিনি বলেন, “আগে ওয়াকিটকি থাকলেও গত প্রায় দুই বছর ধরে তা নিয়মিত ব্যবহার হচ্ছিল না। মোবাইলেই যোগাযোগ হত। আর মোবাইল ব্যবহার বেড়ে যাওয়ায় যাত্রীসেবা বিঘ্নিত হচ্ছিল।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)