রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সাহাবুদ্দিনকে জাতিসংঘের অভিনন্দন

তার নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ব্যাপ্তি লাভ করবে বলে বিশ্ব সংস্থাটি আশা প্রকাশ করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2023, 11:45 AM
Updated : 14 Feb 2023, 11:45 AM

বাংলাদেশের নব-নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ।

বিশ্ব সংস্থাটির বাংলাদেশ কার্যালয় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানোর কথা জানায়।

এতে বলা হয়, “আমরা নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে তার নতুন দায়িত্ব গ্রহণে সাফল্য কামনা করি এবং তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই।”

মো. আবদুল হামিদের উত্তরসূরি হিসেবে দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে একমাত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হন তিনি। আগামী এপ্রিল মাসে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন।

শুভেচ্ছা জানিয়ে জাতিসংঘ আরও বলেছে, “আমরা আশা করি জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং জাতিসংঘ সনদ বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতি বাস্তবায়নে তার নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারত্ব ব্যাপ্তি লাভ করবে।”

Also Read: বঙ্গবন্ধুর ডাকে রাজপথে নামা সাহাবুদ্দিন চুপ্পু যাচ্ছেন বঙ্গভবনে

Also Read: সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ