রনি বলেন, পরিকল্পিতভাবেই এই হামলা চালান হয়েছে। যারা করেছে তারা দীর্ঘক্ষণ ধরে অনুসরণ করেছে, তাদের কাছে মেসেজ ছিল।”
Published : 21 May 2024, 09:09 PM
পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের কাছে হামলার সময় তিনি গাড়িতেই ছিলেন।
শাহবাগ থানার ওসি মোস্তাজিরুর রহমান রাতে বলেন, “এই ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঘটনার বর্ণনা দিয়ে সাবেক এই সংসদ সদস্য ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
তিনি লিখেছেন, “আমার গাড়ি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলের স্টেশন পাড়ি দিয়ে পুষ্টি বিজ্ঞান বিভাগের উল্টো দিক দিয়ে যাচ্ছিল ঠিক তখন ইউটার্ন নেয়ার জায়গায় ৪-৫ জন যুবক হাতুড়ি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে আমার গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ল। হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে গাড়ির গ্লাস ভেঙ্গে ফেলল। হতচকিত ড্রাইভার প্রথমে গাড়ি ব্রেক করলেন। তারপর আবার দ্রুত টান মেরে জল্লাদদের কবল থেকে বাঁচার চেষ্টা করলেন। হাতুড়ি বাহিনী পেছনে ছুটল আর অকথ্য ভাষায় গালাগাল দিতে লাগল।”
বিষয়টি তিনি আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে ফোন করে জানিয়েছেন বলেও উল্লেখ করেছেন।
বর্তমানে দেশের পরিস্থিতিকে ঝামেলা মনে করে কেউ মেরে ফেললে ‘বেঁচে যাই’ বলেও মন্তব্য করেছেন ফেইসবুকে।
রনি তার অফিস ও বাসার ঠিকানা এবং কখন কোথায় থাকেন তা উল্লেখ করে লিখেছেন, “আক্রমণ করে যারা ব্যর্থ হয়েছেন তাদের যেন আগামীতে কোনো কষ্ট করতে না হয় এই জন্য আমার সম্পর্কে কিছু তথ্য পেশ করলাম।”
এ ব্যাপারে সাবেক এই সংসদ সদস্যর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। যারা করেছে তারা দীর্ঘক্ষণ ধরে অনুসরণ করেছে, তাদের কাছে মেসেজ ছিল।”
দুইজন হাতুড়ি নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে, পেছনে তিনজন ছিল উল্লেখ করে তিনি বলেন, “যারা গাড়ি ভাঙচুর করেছে তারা ইয়ং এবং যারা পেছনে ছিল তারা একটু বয়স্ক।”
কোনো ছাত্র সংগঠন বা গোষ্ঠী হামলা করেছে কি না, জানতে চাইলে রনি বলেন, সন্দেহ করার মতো কাউকে মনে করছেন না তিনি।