তদন্ত কর্মকতার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন।
Published : 29 Jan 2025, 01:00 PM
রাজধানীর পাঁচ থানার হত্যা এবং হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকতার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন।
রিমান্ডের আদেশ পাওয়া অন্যরা হলেন- ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ তানভীর হাসান সৈকত, এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।
সকালে তাদের কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। তার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে পেতে বিভিন্ন থানার তদন্ত কর্মকর্তারা আবেদন করেন।
এ সময় রাষ্ট্রপক্ষে পিপি ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
গেল বছর জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ভ্যান চালক ইনসানকে হত্যাচেষ্টার ঘটনায় করা মোহাম্মদপুর থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ দিন, মিরপুর থানার আসিফ হত্যা মামলায় সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজিপি মামুনকে ৩ দিনের রিমান্ড আদেশ দেয় আদালত।
এছাড়া বাড্ডা থানার সুমন হত্যা মামলায় আতিকুল ইসলামকে ৪ দিন, ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় সৈকতকে ৪ দিন এবং উত্তরা পশ্চিম থানার মামুন হত্যা মামলায় কিরণকে ৪ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।