ঢাকায় চার প্লাটুন ও চট্টগ্রামে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
Published : 26 Nov 2024, 06:03 PM
‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে’ ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে এক বার্তায় বিজিবি মোতায়েনের কথা জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
বার্তায় বলা হয়, ঢাকার শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আর চট্টগ্রাম মহানগরীতে মোতায়েন রয়েছে ছয় প্লাটুন।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের খবরে সোমবার রাতে ঢাকার শাহবাগ এলাকায় জমায়েত হয়ে বিক্ষোভ করেন সনাতন ধর্মাবলম্বীরা।
তাদের ‘মারধর’ করে শাহবাগ থেকে সরিয়ে দেওয়ার খবরে চিন্ময়ের মুক্তির দাবিতে আরেকটি দল মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এছাড়া বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলাতেও।
মঙ্গলবার চিন্ময় কৃষ্ণকে কারাগারে পাঠানোর আদেশের পর চট্টগ্রাম আদালতে প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করেন সনাতন ধর্মাবলম্বীরা।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে আট দফা দাবিতে সনাতনী সম্প্রদায়ের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়ে আসছিলেন চিন্ময় কৃষ্ণ দাশ ব্রক্ষচারী।
গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে জনসভার পর ৩০ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়, সেখানে চিন্ময়কেও আসামি করা হয়। মামলার এক মাসের মাথায় সোমবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে চট্টগ্রামে পাঠানো হয়।