তিন ঘণ্টার যাত্রা শেষে রাত ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট।
Published : 10 Jul 2024, 10:50 PM
চীনে তিন দিনের দ্বিপক্ষীয় সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৫ মিনিটে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে বলে বাসস জানিয়েছে।
তিন ঘণ্টার যাত্রা শেষে রাত ১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণের কথা রয়েছে।
প্রতিবেশী রাষ্ট্র ভারত সফরের দুই সপ্তাহ পর চীনের প্রধানমন্ত্রীর লি চিয়াংয়ের আমন্ত্রণে সোমবার বিকালে বেইজিংয়ে যান শেখ হাসিনা। চীনে এটি তার চতুর্থ সফর; এর আগে ২০১০, ২০১৪ ও ২০১৯ সালে দেশটিতে সফর করেন তিনি।
এবার চার দিনের সফর শেষ করে বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা থাকলেও এক দিন আগেই ফিরছেন প্রধানমন্ত্রী।
বিষয়টি নিয়ে জল্পনার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানান, দেশে মেয়ে সায়মা ওয়াজেদ অসুস্থ থাকায় সফর সংক্ষিপ্ত করেছেন শেখ হাসিনা।
এবার বিনিয়োগ ও বাণিজ্য, আর্থিক সহায়তা সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে চীন সফর করেন প্রধানমন্ত্রী। বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এদিন সাং-গ্রি-লা সার্কেলে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা। সেখানে তিনি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসাল্টেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) চতুর্দশ জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গেও শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হয়।
মঙ্গলবার বিকালে ঐতিহ্যবাহী তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। রাতে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস আয়োজিত নৈশভোজে অংশ নেন।
বুধবার সকালে দুই দেশের প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলসহ দ্বিপাক্ষিক বৈঠক করেন। গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক ও দলিল সই করেন।
বিকালে প্রেসিডেন্ট শিং জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে রাতে দেশের পথে রওনা হয়েছেন বাংলাদেশ সরকারপ্রধান।
আরও পড়ুন-
সম্পর্কের উত্তরণে ঢাকা-বেইজিং ২১ চুক্তি-এমওইউ
শিং জিনপিংয়ের সঙ্গে শেখ হাসিনার বৈঠক
চীনের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা, দ্বিপক্ষীয় বৈঠকে হাসিনা ও লি