আত্মপ্রকাশের আড়াই মাসের মাথায় এ প্ল্যাটফর্মের কেন্দ্রীয় সদস্য সংখ্যা বেড়ে হল ১০৭ জন।
Published : 26 Nov 2024, 01:18 AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিস আলমসহ ৪৫ জনকে কেন্দ্রীয় সদস্য করে নিয়েছে জাতীয় নাগরিক কমিটি।
‘রাষ্ট্র পুনর্গঠন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে’ আত্মপ্রকাশের আড়াই মাসের মাথায় এ প্ল্যাটফর্মের কেন্দ্রীয় সদস্য সংখ্যা বেড়ে হল ১০৭ জন।
সোমবার রাতে কমিটির আহ্বায়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সদস্য বাড়ানোর কথা জানানো হয়।
সেখানে বলা হয়, “জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটি বর্ধিতকরণের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে নিম্নোক্ত ব্যক্তিদের ‘কেন্দ্রীয় সদস্য’ ঘোষণা করা হল।”
সারজিস আলম; আলী আহসান জুনায়েদ; দেবাশীষ চক্রবর্তী; মোহাম্মদ এজাজ; শেখ তাসনিম আফরোজ ইমি; কৈলাশ চন্দ্র রবিদাস; রাফে সালমান রিফাত; উশ্যেপ্রু মারমা; উম্মে হাবিবা বেনজির; মীর আরশাদুল হক; আলী নাছের খান ও মামুনুর রশীদকে এবার কেন্দ্রীয় সদস্য করেছে নাগরিক কমিটি।
কমিটিতে এসেছেন আবু সাঈদ লিওন; সাকিব মাহদী; জোবাইরুল হাসান আরিফ; সৈয়দা নীলিমা দোলা; শরিফ ওসমান হাদি; আলী আম্মার মুয়াজ; আরেফিন মোহাম্মদ; ভীম্পাল্লী ডেভিড রাজু; কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম; সোনামণি কর্মকার; ডা. মিনহাজুল আবেদীন; সাইদ উজ্জ্বল; মো. বুরহান উদ্দিন নোমান; মো. রাকিব হোসেন; মো. আরিফুর রহমান (তুহিন); রাফিদ ভুঁইয়া; জয়নাল আবেদীন শিশির; জনি আকন্দ।
এছাড়া মিয়াজ মেহরাব তালুকদার; মো. নাইম আহমাদ; সাগর বড়ুয়া; প্লাবন তারিক; এম ওয়ালি উল্লাহ; রাসেল আহমেদ; মোশফিকুর রহমান জোহান; সাদিয়া ফারজানা; সাইফুল্লাহ হায়দার; মোল্লা মোহাম্মদ ফারুক এহছান; এহতেশাম হক; অরণি সেমন্তি খান; মাহবুব আলম মাহির; ডা. আশরাফুল আলম সুমন এবং দ্যুতি অরণ্য চৌধুরী আছেন এ তালিকায়।
গণ অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের এক মাসের মাথায় গত ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে ৫৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় তখন। পরে যুক্ত করা হয় আরো সাতজনকে। এবার সেই কমিটিই আরো বর্ধিত হল।
সংগঠনের পক্ষে কমিটি ঘোষণা করেন আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সদস্য।
আর সংগঠনের সদস্য সচিব গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আখতার হোসেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক।
কমিটি ঘোষণা করে আহ্ববায়ক নাসীরুদ্দীন সেদিন বলেন, “আমরা চাই এই রাষ্ট্রকে পুনর্গঠন করতে। আমরা চাই জনস্বার্থের পক্ষে নীতিনির্ধারণ করতে।"
পুরনো খবর
জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ: আহ্বায়ক নাসীরুদ্দীন, সদস্য সচিব আখতার