সকাল ৬টার দিকে কড়া নিরাপত্তায় তাদেরকে আদালতের হাজতখানায় আনা হয়।
Published : 01 Sep 2024, 01:57 PM
কোটা সংস্কার আন্দোলনের পৃথক হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের।
রোববার সকাল ৭টার দিকে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম।
এদিন সকাল ৬টার দিকে কড়া নিরাপত্তায় তাদেরকে আদালতের হাজতখানায় আনা হয়।
আদালতের অফিস সহায়ক তৌফিকুল ইসলাম জানান, রিমান্ড আবেদন পাঠ করে শোনান আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। আর আসামিদের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন চান। প্রায় ১৫ মিনিটের শুনানি শেষে বিচারক আদেশ দেন।
আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ছিলেন শামসুল হক টুকু, আরিফ খান জয় ও মোহাম্মদ সোহাইল।
একই মামলায় তাদের আরো ৭ দিনের রিমান্ড চেয়ে রোববার ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আক্কাস মিয়া। রিমান্ড শুনানি নিয়ে আসামিদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন মহানগর হাকিম মইনুল ইসলাম।
এদিকে খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় রিমান্ড শেষে একইদিন আহমদ হোসেন ও তানভীর হাসান সৈকতকে আদালতে নেওয়া হলে তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক।
তবে এ দুজনকে আদাবর থানার রিংরোডে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক।