বদলি করা হয়েছে আরও ৩৭ কর্মকর্তাকে।
Published : 03 Sep 2024, 05:17 PM
ঢাকার বাইরে সাত মহানগর পুলিশে কমিশনার পদে সাতজনকে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
মহানগর কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া সাতজনই সম্প্রতি ডিআইজি ও সংখ্যাতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন।
এর মধ্যে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছেন সদ্য ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত হাসিব আজিজ। বর্তমানে তিনি সিআইডির অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত আছেন।
ডিআইজি পদোন্নতি পেয়েই সিলেট মহানগর পুলিশের কমিশনার হয়েছেন অ্যান্টি টেরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি রেজাউল করিম।
সিআইডির অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েই গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হয়েছেন।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবু সুফিয়ান সংখ্যাতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েই রাজশাহী মহানগর পুলিশের কমিশনার হয়েছেন।
ডিএমপির উপকমিশনার (এসপি পদমর্যাদার) থেকে সংখ্যাতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া জুলফিকার আলী হায়দারকে খুলনার কমিশনার করা হয়েছে।
পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মজিদ আলীকে সংখ্যাতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি দিয়েই রংপুর মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপির আরেক উপকমিশনার আমিনুল ইসলামকে সংখ্যাতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি দিয়ে বরিশাল মহানগরের পুলিশ কমিশনার করা হয়েছে।
এর বাইরে পুলিশের আরও ৩৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।