Published : 12 Sep 2024, 05:54 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্যের দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে জানিয়েছে, অধ্যাপক ওবায়দুল ইসলামকে চার বছর মেয়াদে বাউবির উপাচার্য করা হয়েছে। এর মধ্যে তিনি অবসরের বয়সে পৌঁছালে নিয়ম অনুযায়ী মূল পদে ফিরে অবসরের আনুষ্ঠানিকতা সেরে ভিসি হিসেবে মেয়াদের অবশিষ্ট সময় পূর্ণ করবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।
অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বাউবির উপাচার্য পদে অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের স্থলাভিষিক্ত হচ্ছেন।
ক্ষমতার পট পরিবর্তনে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের মত বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ পদেও পরিবর্তনের ঢেউ লাগে। এর ধারাবাহিকতায় বাউবির ভিসি হুমায়ুন আখতারকেও সরে যেতে হয়।