তাদের মধ্যে একজনকে ভর্তি এবং বাকিদের পর্যবেক্ষণে রাখার তথ্য দিয়েছেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক।
Published : 01 Apr 2025, 12:37 AM
রাজধানীর বংশালে বাংলাদেশ মাঠে ঈদ মেলায় ফাস্টফুডের একটি দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ৬ জন দগ্ধ হয়েছেন।
সোমবার রাতের এ ঘটনায় দগ্ধরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।
তাদের মধ্যে একজনকে ভর্তি এবং বাকিদের পর্যবেক্ষণে রাখার তথ্য দিয়েছেন ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি।
তিনি বলেন, রাত ১০টার দিকে সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পোড়া ছয়জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজনের শরীরের ১১ শতাংশ পুড়ে যাওয়ায় এবং শ্বাস প্রশ্বাসের জটিলতার আশঙ্কায় তাকে ভর্তি করা হয়েছে।
ইনস্টিটিউটের পরিচালক জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের নিয়ে সব রোগীকে দেখেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে তুলে ধরেন তিনি।