পুলিশ বলছে, “হত্যাকারীদের নাম পরিচয় পাওয়া গেছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
Published : 15 Apr 2024, 11:53 AM
রাজধানীর পল্লবীতে ‘পূর্ব শত্রুতার’ জেরে এক তরুণকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রেববার রাত সাড়ে ৮টার দিকে পল্লবী সুখনগরে একটি পুকুর থেকে পাভেল খান নামের ২৫ বছর বয়সী ওই তরুণের লাশ উদ্ধার করা হয় বলে পল্লবী থানার ওসি অপূর্ব হাসান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "পাভেলের বাসা বাড্ডা এলাকায়। আমরা ধারণা করছি, খুন করার জন্যই পাভেলকে কৌশলে বাড্ডা থেকে পল্লবী এলাকায় ডেকে আনা হয়। খুনের পর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়।"
ওসি বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হত্যাকারীদের নাম পরিচয় পাওয়া গেছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
পাভেলের নামেও একাধিক মামলা আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।