ডা. এনাম ছাড়াও সালমান এফ রহমান, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
Published : 12 Feb 2025, 12:11 PM
সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সাভারে ছাত্র হত্যার এক মামলায় ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন বুধবার সকালে শুনানি শেষে এ আদেশ দেন।
এছাড়া সাভার থানার আরও ৬ মামলায় এনামকে গ্রেপ্তার দেখানোর আবেদন বিচারক মঞ্জুর করেন বলে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ইকবাল হোসেন জানান।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ অগাস্ট দুপুরে সাভার বাসস্ট্যান্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী কাইয়ুম। ওই ঘটনায় তার মা কুলছুম বেগম সাভার মডেল থানায় মামলা করেন।
এনামুর রহমান এক সময় আওয়ামী লীগ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ছিলেন। গত ২৭ জানুয়ারি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে হকার মো. সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সে সময় ছয় দিনের রিমান্ডে পাঠানো হয় সাভাবের সাবেক এমপি এনামকে। এখন তাকে নতুন মামলায় রিমান্ডে পাঠানো হল।
এদিকে ডা. এনামুর রহমান, বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে আশুলিয়া থানার এক হত্যা মামলায় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকার জৈষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলাম বুধবার তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এদিন সকাল সাড়ে ৯টার দিকে আসামিদের আদালতে হাজির করা হয়।
এসময় কাঠগড়ায় দাঁড়ানো সালমান এফ রহমান তার আইনজীবীর কাছে জানতে চান, “কোন মামলা?” তাকে আইনজীবী বলেন, “আশুলিয়া থানার।”
তখন সালমান এফ রহমান জানতে চান, “শ্যোন অ্যারেস্ট?” আইনজীবী বলেন, “হ্যাঁ”। এরপর আইনজীবীর সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।
শম্ভুকেও তার আইনজীবীর সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে নীরব ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
ডা. এনামুর রহমানকে দেখতে আদালতে এসেছিলেন তার ছেলে। চোখ এবং হাতের ইশরায় কথা বলেন তারা। পরে ছেলেকে এজলাস বের করে দেয় পুলিশ।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ অগাস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান। এরপর তাকে বেশ কয়েকটি মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
৪ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় সাবেক আইজিপি মামুনকে। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
আর শম্ভুকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় গত ১১ নভেম্বর। তিনিও বেশ কয়েকটি মামলার আসামি।