উপদেষ্টা পরিষদের বৈঠকে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নদের সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টজয়ী দলকেও সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
Published : 29 Aug 2024, 08:34 PM
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী ছেলেদের ঢাকায় সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
বাংলাদেশ দলের তরুণরা নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবার এই শিরোপার স্বাদ পান। জয়ের আনন্দে ভাসে দেশ।
তার দুই দিন আগে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে টেস্ট ক্রিকেটে স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য ‘অনন্য’ গৌরব বয়ে আনে নাজমুল হোসেন শান্তর দল।
ক্ষমতার পালাবদলে অন্যান্য ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও নানা পরিবর্তনের মধ্যেই এই দুই জয় দেশের মানুষের জন্য অন্যরকম আনন্দের ক্ষণ হিসেবে আসে।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বাসভবনে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়, এই দুই জয়ের আনন্দ ভাগ করে নিতে ঢাকায় বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হবে।
বৈঠকে পর বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব তথ্য জানিয়ে সাংবাদিকদের বলেন, “খেলার অঙ্গন থেকে খুব আনন্দের দুইটা খবর এসেছে। একটা হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়েছে যে, এই ফুটবল টিমের জন্য একটা সংবর্ধনার আয়োজন করা হবে।”
উপদেষ্টা পরিষদের বৈঠকে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নদের সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টজয়ী দলকেও সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
রিজওয়ানা হাসান বলেন, “আরেকটা হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়েছে। আমরা মনে করছি, খেলোয়াড়দের মধ্যে যে উদ্যোম আসছে এটাকে ধরে রাখার জন্য তাদেরকে সংবর্ধনা দেওয়া প্রয়োজন। সে জন্য উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বোর্ডকে অভিনন্দন জানিয়েছি,” বলেন তিনি।
অনেক দিন পর ক্রীড়াঙ্গনের সফলতা নিয়ে দেশের মানুষ স্বস্তি প্রকাশ করেছে। অবশ্য ক্ষমতার পালাবাদলে ক্রীড়া প্রতিষ্ঠানগুলোতে কর্তা ব্যক্তিদের রদবদলে এক ধরনের অস্থিরতাও বিরাজ করছে।
পাকিস্তানে টেস্ট জয়ী দলে সাকিব আল হাসানেরও ভূমিকা রয়েছে। যদিও এই ম্যাচ চলার মধ্যেই ঢাকা থেকে তাকে শুনতে হয়েছে খারাপ খবর, হত্যা মামলার আসামি করা হয়েছে তাকে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে বিজয়ী হন বাংলাদেশ ক্রিকেটের আইকন সাকিব। অবশ্য তাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে।